গুগল এ্যাডের ব্যাপারে আমাদের কাছে জানতে চাওয়া সম্ভাব্য প্রশ্ন, এবং প্রশ্নগুলোর উত্তর এখানে দেয়ার চেষ্টা করেছি। আপনার প্রশ্নটি এখানে না থাকলে বা উত্তরটি অস্পষ্ট মনে হলে নির্দিধায় ফোন করুন: 01610402061
গুগল এ্যাড কি?
গুগল এ্যাড হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় এডভার্টাইজিং এ্যাড নেটওয়ার্ক। গুগল এর অ্যাড অনলাইন জগতের সবখানে দেখতে পাবেন, আপনি যখন কোন ওয়েবসাইটে ভিজিট করেন, একটু খেয়াল করে দেখবেন Ads by Google লেখাটি দেখতে পাবেন এটিই হচ্ছে গুগল এ্যাড চেনার সহজ উপায়, এছাড়া ইউটিউব, অ্যান্ডয়েড সহ সকল সাইটে বা অ্যাপ্সে আপনি যত এ্যাড দেখেন তার ৯০% রয়েছে গুগলের, একসময় ফেইসবুক নিজেও গুগলের এ্যাড ব্যাবহার করতো । গুগল এ্যাড পলিসিঃ অফিসিয়াল গাইড
গুগলে এ্যাড দিতে সর্বনিন্ম কত টাকা / ডলার লাগে?
গুগলের এ্যাড দিতে হলে আপনার সর্বনিন্ম বাজেট দৈনিক USD
$5 ডলার। আমাদের ডলার রেট $1 = ১৫০/- এবং ১৪০/- **টাকা করে। এক্ষেত্রে আমরা দুইটি ক্যাটাগরিতে এ্যাড
দিয়ে থাকি।
(১) পরীক্ষামুলক এবং (২) সাধারন।
পরীক্ষামুলক:- আপনি নতুন বা পরীক্ষামুলক এ্যাড দিতে চাইলে মিনিমাম USD $50 ডলার দিয়ে শুরু করতে পারেন, আমরা $50 ডলার খরচ করে ১০দিন / ১৫দিনের একটি এ্যাড চালাব (আপনার সুবিধা/প্রয়োজন অনুযায়ী), এরপর আপনি চাইলে সাধারন ক্যাটাগরির এ্যাড দিতে পারবেন।
সাধারন: সাধারন ক্যাটাগরি তে এ্যাড দিতে চাইলে মিনিমাম USD $100 ডলার দিয়ে এ্যাড দিতে হবে এক্ষেত্রে , ডলার রেট $1 = ১৫০/-** টাকা করে। এবং পরবর্তিতে USD $150+ ডলার এর বেশি এ্যাড দিতে চাইলে তখন ডলার রেট $1 = ১৪০/-** টাকা করে হবে।
**বিকাশ/রকেট (মোবাইল ব্যাংকিং) চার্জ দিতে হবে।
বাজেটের অনুপাতে এ্যাডের ফলাফল হয়ে থাকে। দৈনিক USD $5 ডলার খরচ করলে যতগুলো ক্লিক পড়বে (বা যতবার দেখানো হবে) USD $50 ডলার খরচ করলে ফলাফল তার দশগুন বেশী হবে।
গুগলে তো যেকেউ নিজেই এ্যাড দিতে পারে। তাহলে কোন আপনাদের মাধ্যমে এ্যাড দিতে হবে?
মনে রাখবেন এ্যাড মানে শুধু ডলার খরচ নয়; এটি সৃজনশীলতা, অভিজ্ঞতা ও আরো কিছু জিনিসের সমন্বয়। টেকনিক্যালি আপনার একটি পেমেন্ট ম্যাথড হলেই এ্যাড দিতে পারবেন। গুগলের সব একাউন্টের সাথেই এ্যাড তৈরী ও পাবলিশ করার ব্যাবস্থা করে দিয়েছে, অনেকে তা ব্যাবহার করে ক্যাম্পেইন চালাচ্ছে। কিন্তু তবুও তিনটি কারনে এজেন্সির সাহায্য আপনার প্রযোজন হবে:-
১) অভিজ্ঞতা:পেশাদার আর অনভিজ্ঞ কাজের পার্থক্য অনেক। এজেন্সি অনেক ধরনের ব্যাবসার হাজারো এ্যাড দিয়ে আসছে বছরের পর বছর। তারা Google community standard, Ad policy, Conversion rate, Bid, Placement, Detailed interest বিষয়গুলো মাথায় রেখে এ্যাডভার্টাইজিং করে। এজেন্সি হিসেবে আমরা চেষ্টা করি যেন আমাদের প্রতিটি কাস্টমার তার বিনিযোগের সর্বোচ্চ ফল পায়।
২) পেমেন্ট চ্যানেল: গুগলে পেমেন্ট করার ব্যাবস্থা করাটা অনেক ঝামেলার ব্যাপার। ব্যাংকে অনেক ফরমালিটি। দেশের বাইরের কারো সাহায্য নিয়মিত চাওয়াও অস্বস্তিকর। এ কারনেও অনেকে পুরো ব্যাপারটি এজেন্সির হাতে দিয়ে একটি ওয়ান স্টপ সার্ভিস চায়।
৩) ক্রিয়েটিভ কন্টেন্ট: এজেন্সিগুলো সাধারনত এ্যাডের কন্টেন্ট তৈরী করে দেয়। এ জন্য সাধারনত আলাদা পেমেন্ট নেয়া হয়। কমপক্ষে USD $100 ডলারের এ্যাড হলে আমরা এ্যাডের কন্টেন্ট ফ্রি তৈরী করে দেই।
আমার এ্যাডটি কতবার দেখানো হবে?
এটি গুগলের নিজস্ব কিছু নিয়মে নির্ধারিত হয় যেমনঃ বাজেট, এ্যাড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এ্যাডের পরিমান ও বাজেট ইত্যাদী।
কিভাবে বুঝব কত টাকা খরচ হলো বা কতজন এ্যডটি দেখল?
প্রতিদিন এ্যাডের রিপোর্টের কপি ই-মেইলে পাঠানো হবে। এছাড়া এ্যাডের শেষে বিন্তারিত রিপোর্ট ইমেইলে পাঠানো হবে।
আমি আপনাদের সার্ভিস যাচাই করার জন্য ১০/২০ ডলারের এ্যাড দিতে চাই। এই টাকার বিনিময়ে আমি কি পাবো?
গুগলে আপনার নিজস্ব এ্যাড তৈরী, প্রতি ডলারের প্রাইস ১৫০/- টাকা করে ১,৫০০ / ৩,০০০ টাকা সমপরিমাণ ১০/২০ ডলারের ক্রেডিট এবং পুর্ণাঙ্গ রিপোর্ট।।
আপনাদের রেটটা একটু বেশী মনে হচ্ছে / অন্যরা প্রতি ডলার ১১০/১২০ টাকায় অফার করছে / আমি অল্প আয়ের ব্যাবসায়ী / ছাত্র / অনেক দুরে থাকি – আমার জন্য কিছুটা ছাড় দেয়া যাবে?
যতটুটু সম্ভব ছাড় দিয়েই আমাদের রেট নির্ধারিত হয়েছে। আর কোন ডিসকাউন্টের অনুরোধ রাখা আমাদের পক্ষে সম্ভব নয়।
আমি গুগলে এ্যাড দিতে চাই। এখন আমাকে কি করতে হবে?
গুগলে এ্যাড দিতে চাইলে আপনাকে যা করতে হবে, আপনার ওয়েবসাইট এর লিঙ্ক / ইউটিউব এর লিঙ্ক / প্লে স্টোর এর অ্যাপ লিঙ্ক, আপনার এ্যাড এর টাইটেল, বিবরণ তৈরি করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। বাকি সব কাজ আমরাই করে দিবো
আমরা আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাই, আপনি কি আমাদের অফিসে আসতে পারবেন?
এই সার্ভিস দেয়ার জন্য আসলে সামনা সামনি দেখা করার প্রয়োজনীয়তা আমি অনুভব করিনা। তবে আমার সাথে দেখা করতে চাইলে আমার ঠিকানায় চলে আসতে পারেন। একান্তই যদি আমার যাবার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং যদি চান যেন আমি আপনার অফিসে গিয়ে পুরো ব্যাপারটি বুঝিয়ে দেই সেক্ষেত্রে আমি সাইট ভিজিটের একটি চার্জ (১৫০০ টাকা) অগ্রিম নিয়ে থাকি আমার সময় ও যাতায়াতের জন্য (শুধুমাত্র ঢাকা শহরের জন্য প্রযোজ্য)। এই ফি-টি অগ্রিম পরিশোধ করে আমাকে জানালে আমি সময় নিয়ে এসে পুরো ব্যাপারটি বুঝিয়ে দিয়ে আসব।
টাকা দেয়ার কতক্ষন পরে আমার এ্যাড চালু হবে?
সাধারনত টাকা পৌঁছানোর দিনেই এ্যাড সাবমিট করে দেই। কোন কোন ক্ষেত্রে (অসুস্থতা, হলিডে বা অন্য কোন জরুরী ব্যাপার হলে) হয়তো ২৪/৪৮ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এ্যাড সাবমিটের পরে গুগল এ্যাপ্রুভ করে লাইভ করে দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এ্যাড লাইভ হতে ৭২ ঘন্টা যর্যন্ত সময় নিতে পারে।
আমার দেয়া টাকা কিভাবে গুগল খরচ করবে?
এ্যাড তৈরীর সময় দুইটি অপশন দেয়া হয়। যেখান থেকে আপনার সুবিধামতো বিলিং অপশন বেছে নিতে পারেন।:- (১) ক্লিকের হিসেব (CPC): যখন কোন ব্যাবহারকারী আপনার এ্যাডটি দেখে এ্যাডটিতে ক্লিক করবে, তখন গুগল চার্জ করবে। (বাংলাদেশের জন্য প্রতি ক্লিকের খরচ সাধারনত $.03-$.50 (২) ইম্প্রেশনের হিসেব (CPM): প্রতি ১০০০ বার দেখানোর জন্য। (বাংলাদেশের জন্য প্রতি ১০০০ বার দেখানোর খরচ সাধারনত $.50-$1.00)
এ্যাডটি কতদিন চলবে?
এটি আসলে আপনার সিদ্ধান্ত। আপনি আপনার বাজেটের ডলার আপনার সুবিধামতো দিনে খরচ করতে পারেন। গুগলের স্মার্ট এ্যালগরিদম ওই বাজেটকে ওই সময়ের মধ্যেই খরচ করতে চেষ্টা করে। যেমন $50 বাজেট আপনি ১ দিন, ২ দিন, ৫ দিন ইত্যাদী মেয়াদে খরচ করতে পারেন। ওই সময়ের মধ্যে গুগল বাজেট খরচ করতে না পারলে বাড়তি টাকা থেকে গেলে আমি রিফান্ড করে দেই।
কতজন আমার এ্যাড দেখলো বা আমার লিঙ্কে ক্লিক করলো তার সঠিক সংখ্যা কি জানা যায়?
হ্যাঁ জানা যায়। গুগলের রিপোর্ট নিয়ে আপনাকে মেইল করা হবে।
আমরা অনেক বড় প্রতিষ্ঠান, আমাদের বাজেট অনেক বড়। একটি প্রাইস কোটেশন পাঠানো যাবে?
না যাবে না। এখানে যথেষ্ট পরিমান তথ্য দেয়া আছে, প্রয়োজনে আরো কিছু জানার থাকলে জেনে নিতে পারেন (এসে বা ফোনে)। আমাদের সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমরা কোন টেন্ডারে অংশ নিতে আগ্রহী নই। আপনার প্রতিষ্ঠানের পলিসি যাই হোক না কেন আমাদের সার্ভিস নিতে হলে ১০০% অগ্রিম পেমেন্ট করতে হবে, প্রয়োজনে ক্যাম্পেইন শেষ হলে ইনভয়েস (পেইড) এবং মানি রিসিট দেয়া যাবে।
আমার এ্যাড চলাকালিন সময়ে আমার ক্রেডিট টপআপ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে?
আমাদের পেমেন্ট করে যে কোন সময় আপনি আপনার বাজেট বাড়িয়ে নিতে পারেন। আপনি আপনার টপআপ ডলারের রেট আমাদের পাঠালে ২ ঘণ্টার মধ্যেই আপনার ক্রেডিট যোগ হয়ে যাবে।
ডলারের দাম তো ৮৫/৮৬ টাকা। আপনারা ১৪০/১৫০ টাকা করে নিচ্ছেন কেন?
কারন আমরা কোন সার্ভিস চার্জ নিচ্ছি না। অনলাইন এ্যডভার্টাইজিং একটি প্রফেশনাল সার্ভিস, শুধুমাত্র ডলার বিক্রি নয়। এখানে আমরা একটি ফ্ল্যাট রেট দেয়ার চেষ্টা করেছি। এই টাকার মধ্যে ডলারের দাম + ব্যাংকের চার্জ + কার্ডের চার্জ + ভ্যাট + ট্যাইক্স + মেইন্টেন্যান্স খরচ + আমাদের প্রফিট সবকিছুই আছে। আলাদা ভাবে এইসব হিসেব করার চাইতে ডলারের রেটে সবকিছু নিয়ে আসায় যে কোন বাজেটের এ্যাডের হিসেব সহজেই করা যায়।
আপনাদের রেটটা অনেক বেশী, আমার পছন্দ হয়নি। আমাকে কি অন্য কারো সন্ধান দিতে পারেন যারা এই ধরনের সার্ভিস দিয়ে থাকে?
অনলাইন এ্যাডভার্টাইজিং এর সার্ভিস দিয়ে থাকেন এমন অনেকেই আছেন; এছাড়া অনেকেই নতুনভাবে এ ধরনের সেবা দেয়া শুরু করছেন। এখানে আমি কয়েকজনের সন্ধান দিলাম। আশা করি কাজে লাগবে। প্রফেশনাল ও উন্নতমানের কাজের জন্য এই প্রতিষ্ঠানগুলোর সুনাম রয়েছে। আমাদের পরামর্শ হবে সম্তা ডলার রেট বা কম ডেইলি বাজেট অফার করার জন্য ভুইফোঁড় প্রতিষ্ঠান/ফ্রিল্যান্সারের কাছে না যাওয়ার জন্য। আমি সহ এই প্রতিষ্ঠানগুলো এ্যাডভার্টাইজিং করে থাকি। ফ্রিল্যান্সিং এর ডলার ক্যাশ করার জন্য সাইড বিজনেস হিসেবে এ্যাডভার্টাইজিং করি না। আমাদের মনোযোগ এ্যাডভার্টাইজিং-এ, যাতে ক্লায়েন্টের বিজনেস সম্ভাব্য বেশী লাভবান হয়।
analyzenbd.com
magnitodigital.com
maverickbd.com
আমি কি যে কোন ধরনের ব্যাবসার এ্যাড-ই আপনাদের মাধ্যমে দিতে পারি?
হ্যাঁ অবশ্যই। গুগলের এ্যাড পলিসি মেনে আপনি আপনার ব্যাবসার জন্য যে কোন এ্যাড আমাদের মাধ্যমে দিতে পারবেন।
আমাদের পলিসির একটি সারসংক্ষেপ এখানে দেয়া হয়েছে মাত্র এখানে দেয়া হয়নি কিন্তু আমাদের পলিসির সাথে সাংঘর্ষিক এমন কোন ক্যাম্পেইনের আপত্তি যোগাযোগের সময় জানিয়ে দেয়া হবে।